টাকা দেননি বলে সরকারি ঘর পাননি জাহানারা!
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা বিধবা জাহানারা বেগম (৯০)। স্বামী-সন্তান হারিয়ে তিনি এক নাতনিকে (ছেলের মেয়ে) নিয়ে একটি কুঁড়েঘরে বসবাস করেন। সম্প্রতি ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের একটি ঘরের জন্য জাহানারা তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জমির খতিয়ানের ছায়াকপি জমা দেন। ঘর পাইয়ে দেওয়ার জন্য এসব চেয়ে নেন লক্ষ্মীপুর শহরের ব্রাদার্স ফার্নিচারের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন। এর জন্য ওই বৃদ্ধার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নেন তিনি।